Chairman
MD KABIRUL ISLAM M.B.S
সভাপতির বাণী
জনাব মোঃ কবিরুল ইসলাম
সভাপতি, পূর্ব দেলুয়া উচ্চ বিদ্যালয়,
পূর্ব দেলুয়া উচ্চ বিদ্যালয় একসময় ছিল এই অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা। কিন্তু নানা প্রতিকূলতা, অনিয়ম ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটি এক সময় অবহেলিত অবস্থায় পড়ে ছিল। শিক্ষার মানে ধীরে ধীরে অবনতি ঘটে এবং বিদ্যালয় তার প্রাপ্য মর্যাদা হারিয়ে ফেলে।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি প্রথমেই লক্ষ্য স্থির করেছি— বিদ্যালয়কে পুনরায় জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের কাতারে নিয়ে আসা। এজন্য আমরা একটি সুসংগঠিত ও বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও নৈতিকতার চর্চা, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন— এই চারটি বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।
আমি বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুব অল্প সময়েই পূর্ব দেলুয়া উচ্চ বিদ্যালয় তার হারানো গৌরব ফিরে পাবে। শিক্ষা শুধু জ্ঞান নয়— এটি নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিকতার ভিত্তি। এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি একটি আলোকিত প্রজন্ম গড়ার লক্ষ্যে।
সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
– জনাব মোঃ কবিরুল ইসলাম
সভাপতি, পূর্ব দেলুয়া উচ্চ বিদ্যালয়
Head Master
Gonesh Chandra Datta M.A-B .ED
প্রধান শিক্ষকের বাণী :
উন্নয়ন শুধু অবকাঠামো নয়, এটি এক অবিরাম চিন্তা, কর্ম ও আত্মউন্নয়নের যাত্রা।
আমাদের বিদ্যালয়ের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের সম্ভাবনাকে জাগিয়ে তোলা, শিক্ষক-অভিভাবকের আস্থা অর্জন করা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার একটি প্রয়াস।
জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার মেলবন্ধনে গড়ে উঠুক আমাদের আগামী প্রজন্ম—এই স্বপ্ন নিয়েই আমরা এগিয়ে চলেছি।
প্রতিটি ক্ষুদ্র উদ্যোগ, প্রতিটি সৎ প্রচেষ্টা আমাদের শিক্ষা পরিবারের অগ্রগতির ভিত্তি রচনা করছে।
আমি বিশ্বাস করি, এই ধারাবাহিক উন্নয়ন আমাদের বিদ্যালয়কে শুধু সফল নয়, বরং অনুকরণীয় এক প্রতিষ্ঠানে পরিণত করবে।বিদ্যালয়ের সকল উন্নয়ন মূলক কর্মকান্ডের স্বপ্নদ্রষ্টা হলেন ম্যানেজিং কমিটির সন্মানিত সভাপতি মো: কবিরুল ইসলাম।তার নেতৃত্বে সকল উন্নয়নমূলক কর্মকান্ড সুচারু রুপে পরিচালিত হচ্ছে,আমি তাকে অভিনন্দন জানাই ও তার দীর্ঘায়ু কামনা করি।
গণেশ চন্দ্র দত্ত
প্রধান শিক্ষক
পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়