পূর্ব দেলুয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে। তৎকালীন সময়ে পূর্ব দেলুয়া ও আশেপাশের গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছিল অনেক শিক্ষার্থী। অনেকেই অকালেই পড়াশোনা থেকে ঝরে পড়ছিলেন। এই পরিস্থিতি বিবেচনা করে এলাকার সচেতন নাগরিক, গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজ মিলে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাদের আন্তরিক প্রচেষ্টা ও ঐকান্তিক উদ্যোগে ১৯৯৫ সালে পূর্ব দেলুয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে নানা প্রতিকূলতা সত্ত্বেও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একত্রিত হয়ে শিক্ষার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করেন। শ্রী মনোরঞ্জন শীল তার জমিতে মূলত এ বিদ্যালয় স্থাপিত হয়। ৭ শতাংশ জমি বিদ্যালয়ের জন্য তিনি দান করেন। বাকি জমি তার কাছ থেকে ক্রয় করা হয়। প্রথম অত্র বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এম আকবর আলী সাবেক এমপি। তিনি ১৯৯৫ সালে বিদ্যালয়ে অনুদান হিসেবে ২০ হাজার টাকা দান করেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানাগারের জন্য বিভিন্ন সাইন্টিফিক যন্ত্রপাতি প্রদান করেন। অত্র বিদ্যালয়টি ১৯৯৯ সালে এমপিও ভুক্ত করে দেন তৎকালীন সাবেক এমপি মরহুম আব্দুল লতিফ মির্জা। র্বিদ্যালয়ের প্রথম ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন মরহুম আমজাদ হোসেন মাস্টার। --- বিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের ভূমিকা অনন্য প্রধান বর্গ ও যুবসমাজের অবদান: ১. মরহুম বাহাদুর আলী সরকার ২. মোঃ আলতাফ হোসেন প্রমাণিক ৩. মরহুম আমজাদ হোসেন মাস্টার ৪. মরহুম আবু তাহের মেম্বার ৫. মরহুম মাহমুদ আলী প্রমাণিক ৬. মোঃ এন্ত্রাজ আলী প্রমাণিক ৭. মরহুম আবু সামা ৮. আবুল হাসেম আকন্দ ৯. আলহাজ্ব রমজান আলী প্রমাণিক ১০. আলহাজ্ব নুরুল ইসলাম মণ্ডল এবং আরও অনেক দানশীল ও পরিশ্রমী ব্যক্তি যাদের শ্রম ও সহায়তায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। --- পার্শ্ববর্তী এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা: ১. আব্দুর রশিদ মাস্টার, সরাতৈল উচ্চ বিদ্যালয়, ২.আব্দুল মতিয়ার, চেয়ারম্যান,মরহুম মানিক প্রমাণিক ব্রহ্মকপালিয়া, ৩.মরহুম অ্যাডভোকেট আব্দুল খালেক চালা, ৪. আলহাজ্ব আছাব আলী প্রমাণিক, ইসলামপুর ভূতগাছা, ৫.মরহুম দেলোয়ার আলী প্রমাণিক, ইসলামপুর ভূতগাছা ৬. দেলবার হোসেন ইসলামপুর ভুতগাছা ৭. মরহুম আবু বক্কার (সাবেক মেম্বার )ডম্র কপালিয়া ৮. এমদাদুল হক চালা ৯. জহুরুল ইসলাম মন্টু পীর সাহেব ভেননা ভেন্নাবাড়ী --- যুবসমাজের অগ্রণী ভূমিকা: ১. আব্দুল আজিজ সরকার ২. আব্দুল মান্নান ৩. ডা. কহিল উদ্দিন ৪. শফিকুল ইসলাম মাস্টার ৫. আব্দুল মতিন (দপ্তরি) ৬. আব্দুল রাজ্জাক এবং আরও অনেক তরুণ যাদের নিরলস শ্রম, উৎসাহ ও সহযোগিতায় বিদ্যালয়টি আজকের এই অবস্থানে পৌঁছেছে। --- বর্তমান অবস্থা ও লক্ষ্য–উদ্দেশ্য বর্তমানে পূর্ব দেলুয়া উচ্চ বিদ্যালয় এলাকায় একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে। বিদ্যালয়ে বর্তমানে ১৯ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন, যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে নিয়োজিত। বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে অবস্থিত এবং এতে রয়েছে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব ও খেলার মাঠ। আমাদের লক্ষ্য— শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষায় গড়ে তোলা। প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সৃজনশীলতা ও দেশপ্রেম জাগ্রত করা। পূর্ব দেলুয়া উচ্চ বিদ্যালয় আজ এলাকাবাসীর গর্ব—এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং স্বপ্ন, পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার এক জীবন্ত প্রতীক। .
Total Students
SevenTotal Students
EIGHTTotal Students
NINETotal Students
TEN